জানুয়ারি ২৩, ২০২৫

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮৪টির বা ২০ দশমিক ৯৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে ইউনিট দর সবচেয়ে বেশি কমেছে আল-হাজ্ব টেক্সটাইলের শেয়ার।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে আল-হাজ্ব টেক্সটাইলের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৯৮ দশমিক ৬০ টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৬৩ দশমিক ৭০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৩৪ দশমিক ৯০ টাকা বা ১৭ দশমিক ৫৭ শতাংশ কমেছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজারের তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মুন্নু এ্যাগ্রোর ১২ দশমিক ১৭ শতাংশ, রহিম টেক্সটাইলের ১১ দশমিক ৬৩ শতাংশ, এডিএন টেলিকমের ৮ দশমিক ২৬ শতাংশ, বাংলাদেশ ল্যাম্পসের ৮ দশমিক ৪৪ শতাংশ, জিকিউ বলপেনের ৭ দশমিক ৯৪ শতাংশ, উসমানিয়া গ্লাস শীটের ৭ দশমমিক ৫১ শতাংশ, আজিজ পাইপসের ৭ দশমিক ৩৩ শতাংশ, ঢাকা ইন্স্যুরেন্সের ৭ দশমিক শূন্য ২ শতাংশ এবং রংপুর ফাউন্ড্রিয়ের ৬ দশমিক ৯৭ শতাংশের শেয়ার দর কমেছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...