মে ১৯, ২০২৪

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ ইউএসজিএস বলেছে, তুরস্কে গাজিয়ানতেপে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ১০ হাজারে পৌঁছতে পারে। তাদের অনুমান অনুসারে মৃতের সংখ্যা ১ হাজার থেকে ১০ হাজার জনে পৌঁছানোর সম্ভাবনা ৪৭ শতাংশ। যেখানে ১০০ থেকে ১ হাজার হতে পারে ২৭ শতাংশ এবং ১০ হাজার থেকে ১ লাখে পৌঁছানোর সম্ভাবনা ২০ শতাংশ। খবর সিএনএন। ইউএসজিএস তার রিপোর্টে বলেছে, তুরস্কে উচ্চ হতাহতের ঘটনা, ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং এই বিপর্যয়টি সম্ভবত ব্যাপক। এই অঞ্চলের জনসংখ্যা এমন অঞ্চলে বাস করে যেগুলো ভূমিকম্পের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যদিও সেখানে কিছু প্রতিরোধী কাঠামো বিদ্যমান। প্রতিবেদনে আরও অনুমান করা হয়েছে, ভূমিকম্পে অর্থনৈতিক ক্ষতি ১ বিলিয়ন ডলার থেকে ১০ বিলিয়ন ডলারের মধ্যে হতে পারে, যা তুরস্কের জিডিপির ২ শতাংশ পর্যন্ত পৌঁছতে পারে। ইউএসজিএসের অনুমানগুলো আসে এই অঞ্চলের ঐতিহাসিক ভূমিকম্প, কম্পনের সংস্পর্শে আসা জনসংখ্যা এবং আঘাতপ্রাপ্ত অঞ্চলের কাঠামোর দুর্বলতার মডেলিংয়ের ওপর ভিত্তি করে।

আফটার শকগুলো অব্যাহত থাকবে : রিখটার স্কেলে ৭.৮ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাতের পর আফটার শকগুলো (মৃদু কম্পন) কয়েক দিন, কয়েক সপ্তাহ এমনকি কয়েক মাস ধরে অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন পার্থ অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব আর্থ অ্যান্ড প্ল্যানেটারি সায়ন্সের অধ্যাপক ক্রিস এল্ডার্স। খবর আলজাজিরার।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *