ডিসেম্বর ২৮, ২০২৪

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিলেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। আজ রোববার দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে জি এম কাদের পক্ষে প্রত্যাহারপত্র জমা দেন দলটির দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান।

এদিকে রোববার দুপুরে বনানীর জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, আজ ও আগামীকালের দিনটি বেশ গুরুত্বপূর্ণ।

তিনি জানান, জাতীয় পার্টি নির্বাচন করবে নাকি করবে না সেই সিদ্ধান্ত বিকেলের মধ্যে জানাবে দলটি।

আসন ছাড়ের বিষয় বিকেল চারটার মধ্যে পরিষ্কার হবে: কাদেরআসন ছাড়ের বিষয় বিকেল চারটার মধ্যে পরিষ্কার হবে: কাদের
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ আলী আরাফাত। গত ১৭ জুলাই এ আসনে উপ-নির্বাচনে বিজয়ী হন তিনি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...