মে ২০, ২০২৪

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) অংশ নেবে। আজ রোববার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে এ কথা বলেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, নির্বাচন কমিশন ও সরকারের আশ্বাসে নির্বাচনে অংশ নিচ্ছেন তারা। নির্বাচন সুষ্ঠু করতে সরকার কমিশনকে সহযোগিতা করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

মুজিবুল হক চুন্নু আরও জানান, এই নির্বাচনে ২৮৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে জাতীয় পার্টির প্রার্থীরা। তবে কিছু জ্যেষ্ঠ নেতাদের আসনে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা হয়েছে।

নির্বাচনে অংশ নেওয়া নিয়ে জাতীয় পার্টির ওপর কোনো চাপ নেই বলে জানান জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, দেশের জনগণের জন্যই নির্বাচনে অংশ নিচ্ছে জাতীয় পার্টি।

এর আগে দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে আওয়ামী লীগের সঙ্গেও বৈঠক করছেন দলের নেতারা। কাঙ্ক্ষিত আসন না পাওয়া নিয়ে অসন্তোষ রয়েছে দলে।

গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী ভোট হবে আগামী ৭ জানুয়ারি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *