মে ১৯, ২০২৪

বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী।
সোমবার (১২ জুন) ভারতের বারাণসীতে এক বৈঠকে তারা এ সন্তোষ প্রকাশ করেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বারাণসীতে জি-২০ উন্নয়ন মন্ত্রীদের বৈঠকে যোগ দেন। এ সময় সাইড লাইনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে তারা দ্বিপাক্ষিক স্বার্থ ও আগামী দিনে ঘটতে পারে এমন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। ড. মোমেন জি-২০ বৈঠক সফলভাবে পরিচালনা ও ভারতের জি-২০ এর সভাপতিত্বে বিশ্বব্যাপী চ্যালেঞ্জ মোকাবিলায় নেতৃত্বের জন্য ভারতের প্রশংসা করেন।
উভয় পররাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক সময়ে গৃহীত বিভিন্ন অর্জন নিয়েও সন্তোষ প্রকাশ করেন।

জি-২০ উন্নয়ন মন্ত্রীদের বৈঠকে (ডিএমএম) যোগ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ভারতের বারাণসীতে সোমবার জি-২০ উন্নয়ন মন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের বিভিন্ন সেশনে অংশ নেন ড. মোমেন।

উল্লেখ্য, আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর ভারত জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলন সামনে রেখে উন্নয়ন মন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *