মে ১৯, ২০২৪

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস কলম্বো সফর শেষে ঢাকায় ফিরেছেন। আজ সোমবার (২৭ নভেম্বর) বেলা ১২টায় শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকায় ফেরেন তিনি।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, সোমবার বেলা সাড়ে ১১২টায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস শ্রীলঙ্কান এয়ারলাইন্সের (ফ্লাইট নং-ইউএল-১৮৯) একটি বিমানযোগে ঢাকা বিমানবন্দরে অবতরণ করেন।

আসন্ন দ্বাদশ নির্বাচনের তফশিল ঘোষণার পরদিন ১৬ নভেম্বর হঠাৎ শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ছাড়েন পিটার হাস। বাংলাদেশের জাতীয় নির্বাচন কেন্দ্র করে কয়েক মাস ধরেই বেশ দৌড়ঝাঁপ করতে দেখা গেছে মার্কিন রাষ্ট্রদূতকে। এরই মধ্যে তার শ্রীলঙ্কা সফর নিয়ে নানান আলোচনা শুরু হয়।

অবশ্য ঢাকায় যুক্তরাষ্ট্রের এক কূটনীতিকের দাবি, পিটার হাস ছুটি কাটাতে গিয়েছিলেন। ছুটিতে যাওয়ার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে গত মাসের শেষের দিকে অবহিত করেছিলেন মার্কিন রাষ্ট্রদূত। সে জন্যই ২ নভেম্বর পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন পিটার হাস।

পিটার হাস ছুটিতে থাকাকালীন হেলেন লাফার্ভ যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *