আগস্ট ২৫, ২০২৫

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে এগিয়ে নিতে শনিবার ঢাকায় আসছেন।

৭ জানুয়ারির জাতীয় নির্বাচনের পর কোনো মার্কিন কর্মকর্তার এটিই প্রথম সফর।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, দ্বিপক্ষীয় বিষয় এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্র ছাড়াও রোহিঙ্গা বিষয়টি আলোচনায় আসতে পারে।

জাতীয় নির্বাচনের আগে আফরিন বাংলাদেশ সফর করেছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...