ডিসেম্বর ২৩, ২০২৪

ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ বন্ধের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে (যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে) একটা প্রশ্ন তোলা হয়েছে। আমরা বলেছি যে— আমরা মনে করি, এই আইনের প্রয়োগ কোনো কোনো ক্ষেত্রে ঠিকমতো হয়নি। সেগুলো আমরা বিচার করছি এবং যদি কোনো দুর্বলতা থাকে; তবে আমরা সেটি ঠিক করে ফেলব। তাদের দেশেও সাইবার স্পেসের আইন আছে। সব দেশেই এটি হতে পারে।’

রোববার (১৬ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর ও ওই দেশের পররাষ্ট্রমন্ত্রী এন্থনি ব্লিনকেনের বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

বাকস্বাধীনতা হরনের জন্য ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়নি বলে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের বাকস্বাধীনতা শেখানোর প্রয়োজন নাই…। দুটি কারণে এই আইন করা হয়েছে। একটি হচ্ছে ধর্মীয় উন্মাদনা সৃষ্ঠি করে রায়ট যাতে না করতে পারে এবং আরেকটি হচ্ছে কোনো ব্যক্তিবিশেষকে কোনো কারণ ছাড়া মিথ্যা প্রচারণার মাধ্যমে অসম্মান যেন করা না হয়।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...