মে ১৭, ২০২৪

জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আইসিসির আসন্ন এ টুর্নামেন্টকে সামনে রেখে দল ঘোষণার জন্য ১ মে পর্যন্ত ডেটলাইন দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

তবে দল ঘোষণার পরও কোন টিম চাইলে সংযোজন -বিয়োজন করতে পারবে। তার জন্য ২৫ মে পর্যন্ত সময় থাকবে। এই সময়ের মধ্যে আইসিসির নিয়ম মেনে দলে পরিবর্তন করা যাবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আসন্ন আসরের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। পাকিস্তান ক্রিকেট বোর্ড হয়তো শীঘ্রই দল ঘোষণা করবে। তবে বাংলাদেশ কবে করবে জানা যায়নি। যেহেতু ১ মে সময় বেঁধে দেওয়া আছে তার আগেই করতে হবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে কে কোন গ্রুপে-

গ্রুপ এ: ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র।
গ্রুপ বি: ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমান।
গ্রুপ সি: নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা ও পাপুয়া নিউগিনি।
গ্রুপ ডি: দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেদারল্যান্ডস ও নেপাল।

বিশ্বকাপে নিউজিল্যান্ড দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লুকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি ও টিম সাউদি। আর রিজার্ভ বেঞ্চে রাখা হয়েছে বেন সিয়ার্সকে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *