ডিসেম্বর ২২, ২০২৪

টানা বৃষ্টিতে সিলেট নগরীতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। রোববার (২ জুলাই) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিলেটে বৃষ্টিপাত হয়েছে ৬২ মিলিমিটার। এতে সড়কের বিভিন্ন স্থানে পানি জমে পথচারীদের যাতায়াতে গোল বাঁধিয়েছে। এছাড়া, নগরীর নিচু এলাকার বিভিন্ন বাসা-বাড়িতে ঢুকে পড়েছে পানি।

সিলেট আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, বৃষ্টির এ ধারা আরও পাঁচ দিন থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় সিলেটে ১১১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন এসব তথ্য নিশ্চিত করেছেন।

সরেজমিনে দেখা যায়, ভোর থেকে শুরু হওয়া বৃষ্টিতে নগরীর পাঠানটুলা, আখালিয়া, দরগাহ মহল্লা, বারুতখানা, হাওয়াপাড়া, যতরপুর, ছড়ারপাড়, তালতলা, কদমতলী, ওসমানী মেডিকেল কলেজ, কাজলশাহ্, চৌহাট্টা, জিন্দাবাজার, কুমারগাঁওসহ অসংখ্য এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও চাকরিজীবীরা ভোগান্তিতে পড়েছেন। দোকানপাটে পানি ঢুকে পড়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ীরা।

নগরের হাওয়াপাড়ার বাসিন্দা মারুফ বলেন, ‘সকাল থেকে টানা বৃষ্টির কারণে বাসা থেকে বের হওয়া কঠিন হয়ে পড়েছে। জরুরি কাজ থাকায় বাধ্য হয়ে বের হতে হয়েছে। বৃষ্টির কারণে অটোরিকশা চালকেরাও ভাড়া বাড়িয়ে দিয়েছেন। ২০ টাকার ভাড়া ১০০ টাকা দিয়ে যেতে হচ্ছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...