মে ২০, ২০২৪

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আজ বুধবার ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। ইতোমধ্যে ভারতীয় অধিনায়ক লোকেশ রাহুল টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। ফলে সাকিব আল হাসানের দলকে নামতে হবে ফিল্ডিংয়ে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সকাল সাড়ে নয়টায় শুরু হবে এ ম্যাচ। ম্যাচের আগের দিন খবরে সাকিব আল হাসানের খেলা নিয়ে শঙ্কা জাগলেও প্রথম টেস্টে ঠিকই নেমে পড়েছেন টসে। যদিও গতকাল পিঠের চোটে হাসপাতালে স্ক্যান করাতে হয়েছিল টাইগার এই অধিনায়কের। তবে সবকিছু অনুকূলে থাকায় মাঠে নামতে কোনো বাঁধার সম্মুখীন হতে হয়নি সাকিবকে।

টস হারের পর অবশ্য অধিনায়ক সাকিব আল হাসান বলেন, ‘আমরাও আগে ব্যাট করতাম। ইতিহাস বলছে শেষ দিনের চেয়ে প্রথম দিনে বেশি উইকেট পড়ে। আমরা ৫ মাস পর টেস্ট খেলছি। আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। এটি একটি গুরুত্বপূর্ণ সিরিজ আশা করি আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট ধরে রাখতে পারব।’

অন্যদিকে টস জয়ের পর ভারতীয় অধিনায়ক রাহুল বলেন, ‘আমরা প্রথমে ব্যাট করব। এটি একটি ভাল উইকেট দেখতে। দেখুন আমরা ২০ উইকেট নিতে পারি কিনা চেষ্টা করব। বেশ কয়েকটি ইনজুরি হয়েছে, স্পষ্টতই আমরা আমাদের অধিনায়ক রোহিত এবং আরও কয়েকজনকে মিস করব। তবে এটি অন্য ছেলেদের জন্য সুযোগ। সবাই একটু একটু করে ক্রিকেট খেলেছে এবং তারা এই চ্যালেঞ্জ নিতে এবং দলে অবদান রাখতে উত্তেজিত হয়ে আছে।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *