মে ১৯, ২০২৪

চলতি বছরের জুনের শেষে করোনার একটি নতুন ঢেউ আসতে পারে, যা ৬৫ মিলিয়ন মানুষকে সংক্রামিত করতে পারে। সম্প্রতি এমনই এক দাবি করেছেন চীনা বিশেষজ্ঞ ঝং নানশান।

সোমবার দক্ষিণ চিনের গুয়াংডং প্রদেশের গুয়াংঝুতে ২০২৩ গ্রেটার বে এরিয়া সায়েন্স ফোরামে এ দাবি করেন চীনা বিশেষজ্ঞ।

ঝং নানশানও দাবি করেন, করোনা ভাইরাসের এক্সবিবি রূপ এড়াতে দুটি নতুন ভ্যাকসিন শীঘ্রই বাজারে আসতে পারে।

নানশান বলেছেন, এপ্রিলের শেষ দিকে এবং মে মাসের শুরুতে কোভিডের একটি ছোট তরঙ্গ প্রত্যাশিত ছিল। জুনের শেষ নাগাদ, মহামারীটি ৬৫ মিলিয়ন সংক্রমণের শীর্ষে পৌঁছাতে পারে।

নানশান আরও জানিয়েছে, এক্সবিবি ভেরিয়েন্টের বিরুদ্ধে লড়াই করার জন্য চীন দুটি কোভিড -১৯ ভ্যাকসিন অনুমোদন করেছে যা শীঘ্রই বাজারে পাওয়া যাবে। তার মতে, আরও কার্যকর ভ্যাকসিন তৈরিতে চিন অন্যান্য দেশের চেয়ে এগিয়ে রয়েছে।

একই সময়ে, কিং ইউনিভার্সিটি ফার্স্ট হাসপাতালের শ্বাস-প্রশ্বাস বিশেষজ্ঞ ওয়াং গুয়াংফা করোনার দ্বিতীয় তরঙ্গ নিয়ে খুব বেশি চিন্তা না করার দাবি করছেন। তিনি বলেন, দ্বিতীয় তরঙ্গ প্রথমটির চেয়ে দুর্বল। এর উপসর্গগুলো সামান্য হবে। সূত্র- জিনিউজ

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *