মে ২০, ২০২৪

দ্রুততম সময়ের মধ্যে পাঁচটি রাবার (ইরেজার) একটির ওপরে আরেকটি দাঁড় করিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম লিখিয়েছেন ঠাকুরগাঁওয়ের ছেলে জাহিদুল ইসলাম অঙ্কন।

শনিবার (২৬ আগস্ট) দুপুরে অঙ্কন নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। অঙ্কন ঠাকুরগাঁও সদর উপজেলার শাহপাড়ার ইকবাল হোসেনের ছেলে ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।

এর আগে, গত বুধবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস থেকে ইমেইলের মাধ্যমে তাকে বিষয়টি জানানো হয়। অঙ্কনের রেকর্ডটি হলো- দ্রুততম সময়ে শুইয়ে রাখা পাঁচটি রাবার দাঁড় করিয়ে একটির ওপরে আরেকটি ফেলে সম্পন্ন করা।

জানা যায়, ২.৪৭ সেকেন্ডে পাঁচটি রাবার দাঁড় করিয়ে একটির ওপরে আরেকটি ফেলে নতুন রেকর্ড গড়েছেন তিনি। এর আগে, এই রেকর্ড মালয়েশিয়ান এক নাগরিকের দখলে ছিল। যিনি ৩.৬৪ সেকেন্ডে রেকর্ডটি গড়েছিলেন।

গত ১৭ মে রেকর্ডের বিষয়ে মেইল করলে ২৩ আগস্ট ফিরতি বার্তায় অঙ্কনের বিষয়টি নিশ্চিত করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ।

অঙ্কন বলেন, ছোট থেকেই নতুন বা প্রোডাক্টিভ কিছু করার ইচ্ছে ছিল। করোনাকালে ঘরে বসে প্রচুর সময় নষ্ট হচ্ছিল। হঠাৎ একদিন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের চিন্তা মাথায় এলো। এরপর থেকে ঘাঁটাঘাঁটি শুরু করলাম। এর আগে, রেকর্ডের প্রচেষ্টা করেও ব্যর্থ হয়েছিলাম।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে সন্তানের নাম আসায় খুশি অঙ্কনের মা-বাবাসহ আত্মীয়স্বজনেরা। অঙ্কনের বাবা জাহিদুল ইসলাম বলেন, সবাই মুঠোফোনে অভিনন্দন জানাচ্ছে। বাবা-মায়ের কাছে সন্তানের সাফল্যই নিজের সাফল্য।

তিনি আরও বলেন, আমরা অনেক খুশি। অঙ্কনের জন্য দোয়া রইলো, সে সামনের দিনে যেন আরও ভালো কিছু করতে পারে। আপনারও আমার ছেলের জন্য দোয়া করবেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *