মে ৬, ২০২৪

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের এক সেনা নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনী সোমবার এ তথ্য জানিয়েছে। এ নিয়ে গত প্রায় ছয় মাসের সংঘাতে ৬০০ ইসরাইলি সেনা নিহত হলো। খবর টাইমস অব ইসরাইলের

গাজা যুদ্ধে সবশেষ যে ইসরাইলি সেনা নিহত হয়েছেন, তার নাম নাদাভ কোহেন। বয়স ২০ বছর। তবে নাদাভ কবে, কোথায়, কিভাবে নিহত হয়েছেন, সে তথ্য জানায়নি ইসরাইলের সেনাবাহিনী।

গত বছর ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। দেশটির কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে এএফপি জানায়, এ হামলায় প্রায় ১ হাজার ১৬০ জন নিহত হন। সে সময় প্রায় ২৫০ জনকে জিম্মি করে হামাস।

জবাবে সেদিন থেকেই গাজায় হামলা শুরু করে ইসরাইল। গাজার হামাস-পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুসারে, ইসরাইলের হামলায় ৩২ হাজার ৭০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত প্রায় ৭৫ হাজার।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *