ডিসেম্বর ২২, ২০২৪

বিশ্ব ভালোবাসা দিবস আজ। বইছে বসন্তের হাওয়া। এমনই দিনে ঘরের মাঠ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের দর্শকদের যেন ভালোবাসা দিবসেরই উপহার দিলেন তামিম ইকবাল। দেশ সেরা এই ওপেনার একের পর এক শটে মুগ্ধ করেছেন সমর্থকদের।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তামিম খেলছেন ফরচুন বরিশালের হয়ে। একই সঙ্গে দলটির অধিনায়কও তিনি। বুধবার চট্টগ্রামে দুর্দান্ত ঢাকার বিপক্ষে ব্যাটিংয়ে নামার পর প্রথম ১৩ বলে করেন মাত্র ৬ রান।

এরপর শুরু করেন তাণ্ডব। ৪৫ বলে ৭টি চার আর ৪টি ছক্কার সাহায্যে খেলেন ৭১ রানের ঝলমলে ইনিংস। তার ফিফটিতে ভর করে ৬ উইকেটে ১৮৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বরিশাল।

এদিন ৪টি ছক্কা হাঁকিয়ে বিপিএলে দ্বিতীয় এবং দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে একশটি ছক্কার মাইলফলক স্পর্শ করেন তামিম। তার আগে এই রেকর্ড গড়েন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ক্রিস গেইল।

তামিমের মাইলফলকের ম্যাচে ১৮৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ৮ উইকেটে ১৫৯ রানের বেশি করতে পারেনি ঢাকা। ২৭ রানের জয়ে ৩টি করে উইকেট নেন বরিশালের সাইফউদ্দিন ও সৈয়দ খালেদ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...