মে ২০, ২০২৪

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, ‘চলমান গাজা যুদ্ধই শেষ যুদ্ধ নয়। ফিলিস্তিনি ভূখণ্ড দখলে চলে যাওয়ার পর থেকেই ফিলিস্তিনিরা দখলদারদের বিরুদ্ধে যুদ্ধ করে এসেছে। এই ভূখণ্ড পুরোপুরি মুক্ত না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে।’

সিরিয়ার রাজধানী দামেস্কে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে তিনি গত রোববার রাতে এ কথা বলেন। দামেস্কে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর ১৫ জন প্রতিনিধি ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। খবর পার্সটুডে।

হোসেইন আমির বলেন, ‘৭ অক্টোবরের আল আকসায় অভিযানের পর ইসরাইল পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে। আমেরিকার সাহায্য-সহযোগিতা না থাকলে এই বিপর্যয় আরও স্পষ্ট হয়ে উঠত।’

বৈঠকে ফিলিস্তিনের সংগ্রামী নেতারা ফিলিস্তিনিদের প্রতি অকুণ্ঠ সমর্থনের জন্য ইরানের প্রশংসা করে বলেন, ‘আমেরিকার সর্বাত্মক সহযোগিতা সত্ত্বেও গাজা যুদ্ধে ইসরাইল নারী ও শিশুসহ নিরপরাধ ফিলিস্তিনিদের হত্যা করা ছাড়া আর কিছুই অর্জন করতে পারেনি।’ গাজায় এ পর্যন্ত ফিলিস্তিনিরাই বিজয়ী পক্ষ বলে তারা মন্তব্য করেছেন।

 

 

 

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *