জানুয়ারি ২২, ২০২৫

গত বছরে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব সূচকই কমেছে। বছরটিতে প্রধান সূচক ডিএসইএক্স ৫৪৯.৮৫ পয়েন্ট বা ৮.১৪ শতাংশ কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের বছরের অর্থাৎ ২০২১ সালের ডিসেম্বর মাসের শেষ কার্যদিবস ডিএসইএক্স ছিল ছয় হাজার ৭৫৬.৬৫ পয়েন্টে। আর চলতি বছরের অর্থাৎ ২০২২ সালের শেষ কার্যদিবস ডিএসইএক্স দাঁড়ায় ছয় হাজার ২০৬.৮১ পয়েন্টে। অর্থাৎ বছরের ব্যবধানে ডিএসইএক্স ৫৪৯.৮৫ পয়েন্ট বা ৮.১৪ শতাংশ কমেছে।

বছরটিতে ডিএসই শরিয়াহ সূচক ৭২.২৯ পয়েন্ট বা ৫.৩২ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ৩৫৮.৮৩ পয়েন্টে। আগের বছরের অর্থাৎ ২০২১ সালের শেষ কার্যদিবস ডিএসই শরিয়াহ সূচক ছিল এক হাজার ৪৩১.১২ পয়েন্টে।

আর বিদায়ী বছরে ডিএসই-৩০ সূচক ৩৩৭.২৮ পয়েন্ট বা ১৫.৩৬ শতাংশ কমেছে। বিদায়ী বছরের শেষ কার্যদিবস ডিএসই-৩০ সূচক দাঁড়ায় দুই হাজার ১৯৫.৩০ পয়েন্টে। আগের বছর অর্থাৎ ২০২১ সালের শেষ কার্যদিবস ডিএসই-৩০ সূচক ছিল দুই হাজার ৫৩২.৫৮ পয়েন্টে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...