পাঠানের হাত ধরে ৪ বছর পর পর্দায় ফিরেছেন শাহরুখ খান। আর এই পাঠান দিয়েই ৩২ বছর পর কাশ্মিরে খুলল সিনেমা হল। প্রেক্ষাগৃহের বাইরে লাইন দিয়ে পাঠান দেখতে যান কাশ্মিরিরা।
শাহরুখ নিজেই গেছেন কাশ্মিরে। উপলক্ষ তাঁর আসন্ন ছবি ‘ডাঙ্কি’র গানের দৃশ্যের শুটিং।
একটা সময় ছিল আউটডোর শুটিংয়ের ক্ষেত্রে বলিউডের প্রথম পছন্দ ছিল কাশ্মির। তবে ১৯৯০ সাল থেকে প্রায় ২০১৮ সাল পর্যন্ত রাজনৈতিক অস্থিরতা, সন্ত্রাসবাদের কারণে ধীরে ধীরে সুইজারল্যান্ড, প্যারিস হয়ে উঠল হিন্দি সিনেমার পছন্দের জায়গা। তবে এ বার পুরনো গৌরব ফিরে পেতে মরিয়া কাশ্মির।
কাশ্মিরের এক হোটেল মালিক বলেন, আমরা অপেক্ষা করে রয়েছি কাশ্মিরে কবে বলিউডি সিনেমার শুটিং পুরোদমে শুরু হবে। আমার এখানকার পরিকাঠামোর উন্নতি ও পরিষেবায় বাড়তি গুরুত্ব দিচ্ছি।
দিন কয়েক আগেই কিয়ারা আদভানি ও কার্তিক আরিয়ান কাশ্মিরে তাদের সিনেমা ‘সত্যপ্রেম কি কথা’র শুটিং সেরেছেন। তার কয়েকদিন আগেই আলিয়া ভাট ও রণবীর সিং যান তাদের আসন্ন সিনেমা ‘রকি অউর রানি কি প্রেমকাহিনী’র একটি গানের দৃশ্যের শুটিং সারতে।