মে ২, ২০২৪

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের শেষ খেলায় ব্রিটিশ ওপেনার বেন ডাকেটের উইকেট শিকারের মধ্য দিয়ে কুলদীপের রেকর্ড হয়েছে।

ভারতের হয়ে সব থেকে বেশি আন্তর্জাতিক উইকেট নেওয়া বোলারদের তালিকায় কিংবদন্তি বেদীকে ছাড়িয়ে গেলেন কুলদীপ।

ধর্মশালায় চলমান ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম টেস্ট ম্যাচটি রবিচন্দ্রন অশ্বিনের ক্যারিয়ারের ১০০তম টেস্ট। দেবদূত পাডিক্কালের ক্যারিয়ারের প্রথম টেস্ট। আর কুলদীপ যাদবের ক্যারিয়ারে মাইলফলক। কেননা টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন ফরম্যাট মিলিয়ে এটি কুলদীপের ক্যারিরিয়ারের ১৫০তম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ।

নিজেদের ঐতিহাসিক ম্যাচে ৫ উইকেট শিকার করে মাইলফলক স্পর্শ করেন কুলদীপ। তিন ফরম্যাটে কুলদীপ ২৭৪ উইকেট শিকার করেন; যা ভারতের হয়ে সব থেকে বেশি আন্তর্জাতিক উইকেট নেওয়া বোলারদের তালিকায় ১৭ নম্বর।

৭৭টি আন্তর্জাতিক ম্যাচে ২৭৩ উইকেট নিয়ে এ তালিকায় ১৮ নম্বরে আছেন বিষেণ সিং বেদী।

ভারতের হয়ে সব থেকে বেশি আন্তর্জাতিক উইকেট নেন অনিল কুম্বলে। তিনি ৪০১ ম্যাচে অংশ নিয়ে ৯৫৩ উইকেট শিকার করেন। রবিচন্দ্রন অশ্বিন ২৮১ ম্যাচে অংশ নিয়ে ৭৩৯ উইকেট শিকার করেন। হরভজন সিং ৩৬৫ ম্যাচে অংশ নিয়ে ৭০৭ উইকেট শিকার করেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *