মে ২০, ২০২৪

দেশে ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বরধারীর (টিআইএন) সংখ্যা প্রায় এক কোটি হলেও ৬০ শতাংশের বেশি এবার রিটার্ন জমা দেননি। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সূত্রে জানা যায়, দেশে ৯৯ লাখ ৭০ হাজার টিআইএনধারী আছেন। বিপরীতে ৩১ জানুয়ারি পর্যন্ত রিটার্ন জমা পড়েছে ৩৬ লাখ ৬২ হাজার, যা মোট সংখ্যার ৩৬.৭৩ শতাংশ মাত্র।

যদিও গত বছরের তুলনায় চলতি বছর রিটার্ন জমার সংখ্যা প্রায় ২১ শতাংশ বেড়েছে। গত অর্থবছরে ৩০ লাখ ২৮ হাজার রিটার্ন জমা পড়লেও, এ বছর ৬ লাখের বেশি মানুষ ট্যাক্স রিটার্ন জমা দিয়েছেন।

এনবিআর সূত্রে জানা গেছে, দুবার কর রিটার্ন জমা দেয়ার তারিখ বাড়ানো হলেও এবং সর্বশেষ ৩১ জানুয়ারি রিটার্ন জমা দেয়ার তারিখ পেরিয়ে গেলেও এখনো রিটার্ন জমা দেয়ার সুযোগ আছে। তবে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর এখন যারা রিটার্ন জমা দিতে ইচ্ছুক, তাদের যেমন বাড়তি জরিমানা গুনতে হবে, তেমনি সংশ্লিষ্ট ভাতার ওপর তারা কোনো কর রেয়াতও পাবেন না।

আয়কর আইন অনুযায়ী, রিটার্ন জমা দেয়ার তারিখ পেরিয়ে গেলে রিটার্নকারীদের কর রেয়াতের সুবিধা দেয়া হয় না। মূলত মূল বেতনের সঙ্গে যে ভাতা দেয়া হয়, সেটির ওপরেও কর ধার্য করা হবে।

এনবিআর সূত্রে জানা গেছে, তারিখ পেরিয়ে গেলেও জুন মাসের মধ্যে এ রিটার্ন জমার পরিমাণ ৪০ লাখে গিয়ে ঠেকবে। তবে এতে করেও টিআইএনধারীদের অর্ধেকের বেশি অংশ রিটার্ন আওতার বাইরে থেকে যাবে।

টিআইএন থাকার পরেও কেন মানুষ কর রিটার্ন জমা দিচ্ছে না, এ প্রসঙ্গে সম্প্রতি এক অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম জানান,
অনেকে ছোটখাটো প্রয়োজনে ওয়ান টাইম টিআইএন করেছেন। এরা হিসাবের মধ্যে থাকলেও রিটার্ন জমা দেননি। তবে এ সংখ্যা কত সে সম্পর্কে এনবিআরের এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো হিসাব নেই।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *