নভেম্বর ১৪, ২০২৪

আসছে ঈদুল আজহা উপলক্ষ্যে প্রায় এক হাজার বন্দিকে মুক্তি দিতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। খালিজ টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, যে কোনো বড় ধরনের ধর্মীয় উৎসবের আগে বন্দিদের ক্ষমা করে দেওয়া সংযুক্ত আরব আমিরাতের শাসকদের একটি ঐতিহ্য। সেই ঐতিহ্যের অংশ হিসেবে এবার মুক্তি পাচ্ছেন বন্দিরা। আমিরাত প্রেসিডেন্টের এই ক্ষমার কারণে বন্দিরা ভবিষ্যৎ নিয়ে পুনরায় ভাবার সুযোগ পান। এর মাধ্যমে পরিবার ও কমিউনিটির সঙ্গে ফের কাজ করতে পারেন তারা।

খবরে আরও বলা হয়েছে, আগামী ২৮ জুন মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো সংযুক্ত আরব আমিরাতেও ঈদুল আজহা উদযাপন করা হবে। এ উপলক্ষ্যে ৯৮৮ বন্দিকে মুক্তির আদেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। এরই মধ্যে বন্দিদের মুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে।

উল্লেখ্য, চাঁদ দেখা যাওয়ার পর মধ্যপ্রাচ্যে ১৯ জুনকে জিলহজ মাসের প্রথম দিন হিসেবে গণনা করা হয়েছে। সেই হিসাব অনুযায়ী, আগামী ২৭ জুন পবিত্র আরাফাতের দিন তথা হজ এবং ২৮ জুন ঈদুল আজহা অনুষ্ঠিত হবে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...