মে ১৮, ২০২৪

অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরের কাছে তুরমুস আয়া গ্রামে ইসরাইলের ড্রোন হামলায় অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তিন ফিলিস্তিনিকে বহনকারী একটি গাড়ি লক্ষ্য করে ইসরাইলি সেনারা ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ে। ইসরাইল দাবি করেছে ওই গাড়িতে সন্ত্রাসীরা ছিল।

জেনিন শহরের ডেপুটি গভর্নর আবু আল-রওব বলেন, ক্ষেপণাস্ত্র হামলার পর বিধ্বস্ত গাড়ি থেকে চূর্ণ-বিচ্ছন্ন তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। ক্ষেপণাস্ত্র দিয়ে ওই গাড়িতে হামলা চালানো হয়। এ নিয়ে চলতি সপ্তাহে এক ডজনের বেশি ফিলিস্তিনি নিহত হলেন। এসব হত্যাকাণ্ডে ইসরাইলি সেনারা যেমন অংশ নিয়েছে, তেমনি অংশ নিয়েছে অবৈধ বসতি স্থাপনকারী সশস্ত্র ইহুদিরা।

গতকাল তুরমুস আয়া গ্রামে অবৈধ বসতি স্থাপনকারী শত শত ইহুদি ব্যাপকভাবে হামলা চালায় এবং এতে এক ফিলিস্তিনি নিহত হন। স্থানীয় ফিলিস্তিনিরা জানিয়েছেন হামলায় দুইশ থেকে তিনশ ইহুদি বসতি স্থাপনকারী অংশ নেয়। সশস্ত্র ইহুদিদের হামলার সময় ইসরাইলি পুলিশ এবং সেনারাও ফিলিস্তিনিদের ওপর রাবার বুলেট এবং টিয়ার গ্যাস ছোঁড়ে। পার্সটুডে

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *