মে ২০, ২০২৪

বিভিন্ন দেশ থেকে চট্টগ্রাম বন্দর দিয়ে হিমায়িত নানা ধরনের মাছ, ইলিশ মাছের ডিম ও ওষুধসহ ১৪ টন পণ্য আমদানি করেছিলেন ব্যবসায়ীরা। কিন্তু সেগুলো সময়মতো বন্দর থেকে খালাস না নেওয়ায় নিলামে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম কাস্টমসের নিলাম শাখা।

আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর মাঝিরঘাট এলাকায় প্রায় দেড় কোটি টাকার এসব পণ্য নিলামে বিক্রি করা হবে।

১১ ফেব্রুয়ারি চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান নান্নার সই করা এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১৩ ফেব্রুয়ারি দুপুরে বিভিন্ন ধরনের মাছ, ইলিশ মাছের ডিম, ওষুধসহ প্রায় ১৪ টন পণ্য নিলামে বিক্রি করা হবে।

এর মধ্যে রয়েছে- হিমায়িত এক হাজার ৫১৪ কেজি পাবদা মাছ, ৮৩৫ কেজি ইলিশের ডিম, সাত হাজার ৩৪২ কেজি কই মাছ, এক হাজার ৫৬৯ কেজি মইল্লা মাছ, বাঁশপাতা মাছ ৫০৪ কেজি, কসেকি মাছ ৮৪৮ কেজি, বজুরি মাছ ১২৮ কেজি, চাপিলা মাছ ৩৪৫ কেজি ও আইড় মাছ ১৩৯ কেজি।

এছাড়া ওষুধের মধ্যে রয়েছে- তিয়ানশি সেল রেজুভেনশেন ক্যাপসুল, তিয়ানশি গ্র্যাপ এক্সট্র্যাক্ট ক্যাপসুল ও তিয়ানশি লিপিড মেটাবলিক।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *