জানুয়ারি ২৩, ২০২৫

পাকিস্তানের নির্বাচনের তফসিল ঘোষণার পাঁচ দিন পর প্রকাশ করা হলো দেশটির নির্বাচন কমিশনে (ইসিপি) তালিকাভুক্ত রাজনৈতিক দলগুলোর নাম। আর এ তালিকা অনুযায়ী এখনো পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান। খবর জিও নিউজের।

এক সংবাদ সম্মেলনে ইসিপি এ তালিকা প্রকাশ করেছে। এতে বলা হয়, ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ১৭৫টি রাজনৈতিক দল ও একটি জোট।

ইসিপির তালিকা অনুযায়ী, এখনো পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান। যদিও সম্প্রতি দলটির চেয়ারম্যান হয়েছেন ব্যারিস্টার গহর আলী খান।

ইসিপির তালিকা অনুযায়ী, শাহবাজ শরিফ পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের (পিএমএল-এন) প্রধান, আসিফ আলী জারদারি পাকিস্তান পিপলস পার্টি পার্লামেন্টারিয়ানস (পিপিপিপি) এবং তার ছেলে বিলওয়াল ভুট্টো জারদারি পিপিপির চেয়ারম্যান।

একইভাবে খালিদ মকবুল সিদ্দিকী মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তানের (এমকিউএমপি), আবদুল আলীম খান নবগঠিত ইস্তেহকাম-ই-পাকিস্তান পার্টির (আইপিপি) সভাপতি, আসফানদিয়ার ওয়ালী খান আওয়ামী ন্যাশনাল পার্টির (এএনপি), সরদার আখতার মেঙ্গাল বেলুচিস্তান ন্যাশনাল পার্টির (বিএনপি) সভাপতি, মাওলানা ফজলুর রহমান জমিয়তে উলামা ইসলামের (জেইউআইএফ) আমীর, সিরাজুল হক জামায়াতে ইসলামীর আমির। ইসিপি তালিকা অনুযায়ী ন্যাশনাল পার্টির নেতৃত্বে রয়েছেন ড. আবদুল মালিক, প্রবীণ রাজনীতিবিদ চৌধুরী সুজাত হুসেন পাকিস্তান মুসলিম লীগের (পিএমএলকিউ) সভাপতি, মেহমুদ খান আচাকজাই পাখতুনখোয়া মিলি আওয়ামী পার্টির (পিকেএমএপি) চেয়ারম্যান, মজলিস-ই-ওয়াহদাত-মুসলিমিন (এমডব্লিউএম) এর নেতৃত্বে আল্লামা রাজা নাসির আব্বাস এবং শেখ রশিদ আহমদ আওয়ামী মুসলিম লীগের (এএমএল) প্রধান।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...