মে ২, ২০২৪

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান ১৭তম আসরের শুরুতেই স্টেডিয়ামে ধূমপান করে বিতর্কে জড়ালেন কলকাতা নাইট রাইডার্সের ফ্র্যাঞ্চাইজি মালিক শাহরুখ খান।

গত শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে কেকেআরের প্রথম ম্যাচেই এমন বিতর্কে জড়ালেন বলিউড সুপারস্টার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে শাহরুখ খানকে ধূমপান করতে দেখা গেছে।

শাহরুখ খান ছিলেন ভিভিআইপি বক্সে। সেখানে ধূমপান করা আইনবিরুদ্ধ কাজ। কিভাবে শাহরুখ প্রকাশ্যে ধূমপান করলেন, তা নিয়েই প্রশ্ন উঠেছে।

এর আগে ওয়াংখেড় স্টেডিয়ামে নিরাপত্তাকর্মীদের সঙ্গে ঝামেলা করে বিতর্কের শিরোনাম হয়েছিলেন কিং খান। যে কারণে নিজের শহরের ওয়াংখেড় স্টেডিয়ামে তাকে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

ধূমপানে শাহরুখ খান বিতর্ক ছড়ালেও তার দল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৭ উইকেটে ২০৮ রানের পাহাড় গড়ে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ৪ রানে জয় পায়।

দলের জয়ে-ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্স করেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার আন্দ্রে রাসেল। তিনি মাত্র ২৫ বলে তিন চার আর ৭টি ছক্কার সাহায্যে ৬৪ রানের ইনিংস খেলেন। এছাড়া ৪০ বলে তিন চার আর তিন ছক্কায় ৫৪ রান করেন ওপেনার ফিল সল্ট। টার্গেট তাড়ায় হেনরি ক্লেসেনের ২৯ বলের ৬৩ রানের ইনিংসের পরও ২০৪/৭ রানের বেশি করতে পারেনি সানরাইজার্স হায়দরাবাদ। কেকেআরের হয়ে ৩ ও ২ উইকেট নেন হারস্রিত রান ও আন্দ্রে রাসেল।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *