মে ১৭, ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হবার জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন অভিনেত্রী সোহানা সাবা।

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মঙ্গলবার সকালে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

এই অভিনেত্রী বলেন, আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি আওয়ামী লীগপন্থি পাশাপাশি অনেক বড় দেশপ্রেমিকও ছিলেন। আমরা খুবই ভাগ্যবান যে টানা ১৫ বছর ধরে আওয়ামী লীগ আমাদের সঙ্গে আছে। সেজন্য আমি অবশ্যই চাই আওয়ামী লীগ থেকে প্রার্থী হতে।

সোহানা সাবা আরও বলেন, এর আগে সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না আমি। তবে নির্বাচনি প্রচারণায় অংশ নিয়েছি। আমার বাবা রাজনীতি করতেন। সাধারণ মানুষের পাশে থেকেই তাদের জন্য কাজ করব।

ইতোমধ্যে রাজনীতিতে আসেন চিত্রনায়ক ফেরদৌস, কণ্ঠশিল্পী মমতাজ, গায়িকা ডলি সায়ন্তনী ও অভিনেত্রী মাহিয়া মাহিসহ অনেকেই। যদিও চলতি বছরের নির্বাচনে ফেরদৌস ছাড়া সফলতার মুখ দেখেননি বাকি তিনজন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *