মে ৬, ২০২৪

আসন্ন আয়ারল্যান্ড সিরিজকে সামনে রেখে ঘরের মাঠে ক্যাম্প করবে বাংলাদেশ। ২৬ এপ্রিল থেকে সিলেটে অনুষ্ঠিত হবে ৩ দিনের ক্যাম্প। এরপর পহেলা মে ইংল্যান্ডের বিমান ধরবেন ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আয়ারল্যান্ড-বাংলাদেশ সিরিজ ৯ মে শুরু হবে । ৩টি ম্যাচই হবে ইংল্যান্ডের চেমসফোর্ডে। তাই ইংল্যান্ড পৌঁছে এসেক্সে একটি প্রস্তুতি ম্যাচ সহ স্থানীয় একটি মাঠে অনুশীলন করবে বাংলাদেশ দল। এছাড়া নবনিযুক্ত সহকারী কোচ নিক পোথাস সরাসরি যোগ দেবেন ইংল্যান্ডে। এদিকে আইপিএলে যাওয়ার আগে লিটন দাস ও মুস্তাফিজুর রহমানকে ফেরার সময়সূচি বেধে দিয়েছিল বিসিবি। যদিও বিসিবি কাছ থেকে দুই দিন ছুটি বাড়িয়ে ৫ মে দলের সঙ্গে ইংল্যান্ডে সরাসরি যোগ দেবেন লিটন, তবে মুস্তাফিজ যোগ দেবেন সময় মতই।

আয়ারল্যান্ডে প্রস্তুতি ক্যাম্প প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, ‘আমরা ইংল্যান্ডে যাওয়ার আগে সিলেটে ৩ দিনের ক্যাম্প করব। মূলত চান্ডিকা হাথুরুসিংহের চাওয়াতেই সেখানে ক্যাম্প করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিলেটের উইকেট আয়ারল্যান্ড সিরিজের প্রস্তুতি নিতে বড় সাহায্য করবে। এছাড়া পহেলা মে আমরা ইংল্যান্ডের বিমানে উঠব, সেখানে পৌঁছে একটা প্রস্তুতি ম্যাচ আছে। এসেক্সএর কাছাকাছি একটি মাঠে আমরা প্রস্তুতি ম্যাচটি খেলব। লন্ডন থেকে এসেক্সে যেতে প্রায় ঘন্টাখানেক লাগে, তাই আমরা এসেক্সেই থাকব।’

আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই ইংল্যান্ডের চেমসফোর্ডে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৯, ১২ এবং ১৪ মে। সফরে চারটি টি-টোয়েন্টি খেলার কথা থাকলেও সেটি বাতিল করে তারা। যদিও সেখানে দুই বোর্ডেরই সম্মতি ছিল।

যে কারণে ৫ থেকে ১৫ মে আইপিএলে খেলার সুযোগ নেই লিটনের। আইপিএল ফেরত ক্রিকেটারদের প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, ‘লিটন দুই দিন ছুটি বাড়িয়ে নিয়েছে, মুস্তাফিজ সময় মত যোগ দেবে। এছাড়া নিক পোথাস যোগ দেবে ইংল্যান্ডে।’

এদিন অবশ্য অয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বাংলাদেশে আসার বিষয়টিও নিশ্চিত করেন জালাল ইউনুস। তিনি বলেন, ‘মে মাসের ১২ তারিখ ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল আসবে, দুটি চার দিনের ম্যাচ খেলবে। চট্টগ্রামে হবে ম্যাচগুলো।’

বাংলাদেশ স্কোয়াড- তামিম ইকবাল, লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ এবং মৃত্যুঞ্জয় চৌধুরি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *