জানুয়ারি ২৩, ২০২৫

দ্বিতীয় প্রান্তিকে মুনাফা কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজস পিএলসির। চলতি অর্থবছরের অক্টোবর থেকে ডিসেম্বর সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল ৫ টাকা ৪৭ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় ৩ টাকা ৪৭ পয়সা, বা আড়াইগুণের বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, ২০২০ সালে তালিকাভুক্ত কোম্পানি ২০২২-২৩ অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে (জুলাই থেকে ডিসেম্বর) শেয়ার প্রতি আয় করেছে ৪৭ পয়সা। এর আগের অর্থবছর ২০২১-২২ শেয়ার প্রতি আয় হয়েছিল ১৪ টাকা ৭৩ পয়সা। ১৪ টাকা ২৬ পয়সা কমেছে। যা আগের বছরের একই সময়ের তুলনায় মুনাফা কমেছে ৩২ গুণের বেশি।

দুই প্রান্তিকের মধ্যে জুলাই থেকে সেপ্টেম্বর অর্থাৎ প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৫২ পয়সা। তবে তার দ্বিতীয় প্রান্তিকে সেই লোকসান কাটিয়ে শেয়ার প্রতি ২ টাকা আয় বা মুনাফা করেছে ওয়ালটন। অর্থাৎ ২০২২ সালের জুলাই থেকে ডিসেম্বর সময়ে মুনাফা দাঁড়িয়েছে ৪৭ পয়সাতে। যা ২০২১ সালের একই সময়ে ছিল ১৪ টাকা ২৬ পয়সাতে।

মুনাফায় ফের কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০২২ সালে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৬৪ টাকা ৩৮ পয়সা।

 

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...