ডিসেম্বর ২৪, ২০২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত আলিফ ইন্ডাস্ট্রিজ ও আলিফ ম্যানুফ্যাকচারিং লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করা হয়েছে। কোম্পানি দুইটির এজিএম আগামী ২৯ ডিসেম্বর দুপুর ২টা ৩০ মিনিটে ও বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এর আগে কোম্পানি দুইটির এজিএমের তারিখ নির্ধারণ করা হয়েছিল আগামী ২৯ ডিসেম্বর বিকাল ৩টায়।

এছাড়া এজিএমের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানি দুইটি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...