জানুয়ারি ১১, ২০২৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফারইস্ট নিটিংয়ের আর্থিক প্রতিবেদন সংশোধন করেছে। কোম্পানিটি ৩০ জুন,২০২৩ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন সংশোধন করেছে। কোম্পানির ইপিএস ও এনএভি কিছুটা বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সংশোধনের পর কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৫৮ পয়সা। এর আগে কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ৫৩ পয়সা। কোম্পানিটির ইপিএস বেড়েছে ০.০৫ পয়সা বা ৩.২৬ শতাংশ।

অন্যদিকে সংশোধনের পর কোম্পানির এনএভি দাঁড়িয়েছে ১৯ টাকা ৬৩ পয়সা। এর আগে কোম্পানির এনএভি ছিল ১৯ টাকা ৫৩ পয়সা। অর্থাৎ কোম্পানিটির এনএভি বেড়েছে ০.১০ পয়সা বা দশমিক ৫১ শতাংশ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...