মে ৯, ২০২৪

রংপুর রাইডার্সকে অনায়াসে হারিয়ে বিপিএলের ফাইনালের টিকিট কেটেছে তামিম ইকবাল ও তার দল ফরচুন বরিশাল। জেতার পরই তামিমের স্ত্রী আয়েশা সিদ্দিকা ইকবাল ছোট একটি পোস্ট করেন। সেখানে লেখেন, ‘মনুরা কেমন আছো?’

তামিমদের এমন জয়ের উচ্ছ্বাসে আয়েশার পোস্টে কমেন্ট করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি ও মেহেদী হাসান মিরাজের স্ত্রীরাও।

পোস্টে আয়েশা সিদ্দিকা ইকবাল বলেছেন, তার স্বামী আগেই এমন সাফল্যের ভবিষ্যদ্বাণী করে রেখেছিলেন। ‘তামিম ইকবাল তুমি টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই বলেছিলে, আমরা ফাইনাল খেলব!!! তুমি তোমার কথা রেখেছ। দারুণ দলীয় প্রচেষ্টা। আলহামদুলিল্লাহ।’ সেই সঙ্গে তালির ইমোজি দিয়েছেন তিনি।

সে পোস্টে তামিমভক্ত ও বরিশাল সমর্থকেরা তাদের ভালোবাসা জানিয়ে গেছেন। মাহমুদউল্লাহর স্ত্রী জান্নাতুল কাউসার মিষ্টিও মন্তব্য করেছেন। তাতে তিনি বরিশালে খেলা জাতীয় দলের সাবেক ও বর্তমান ক্রিকেটারদের স্ত্রীদের ট্যাগও দিয়েছেন।

আয়েশা, জান্নাতুল কেফায়াত মন্ডি (মুশফিকুর রহিমের স্ত্রী), ঝুমু ইসলাম (তাইজুল ইসলামের স্ত্রী), তাসনিয়া আনোয়ার (কামরুল ইসলাম রাব্বির স্ত্রী), রাবেয়া প্রীতি (মিরাজের স্ত্রী) ও প্রিয়ন্তি দেবনাথকে (সৌম্য সরকারের স্ত্রী) ট্যাগ দিয়ে জান্নাতুল লিখেছেন—‘আমাদের অভিনন্দন।’

সে কমেন্টে ঝুমু ইসলাম উত্তর দিয়েছেন, ‘ভাবি অনেক অনেক খুশি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।’ তাসনিয়া আনোয়ার লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ ভাবি। এত বছর পর এই ফ্র্যাঞ্চাইজির একটি ট্রফি প্রাপ্য।’

উত্তরে জান্নাতুল কাউসার লিখেছেন, ‘ইনশাআল্লাহ মোরা জেতবেআনে মনু।’ তাতে আবার তাসনিয়ার উত্তর, ‘হ আমনে আইয়েন হুক্কুরবার। ইনশাআল্লাহ।’ রাবেয়া প্রীতিও লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *