ডিসেম্বর ২২, ২০২৪

স্বামী আর দুই পুত্র নিয়ে লন্ডনে ছুটি কাটাতে গিয়েছিলেন করিনা কাপুর খান । সেখান থেকেই সইফের  সঙ্গে বেবোর একটি ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়। আর এরপরই ছড়িয়ে পড়ে করিনা কাপুর খানের তৃতীয়বার মা হওয়ার গুঞ্জন। করিনা তৃতীয়বার মা হলে, হিসেব বলছে পঞ্চম সন্তানের বাবা হবেই পতৌদির ছোটে নবাব। আর এখবরে রীতিমতো শোরগোল পড়ে যায় নেটপাড়ায়। লন্ডন থেকে ফিরেই করিনা এনিয়ে মুখ খুলেছিলেন, ‘এটা শুধুমাত্র পাস্তা ও ওয়াইন…শান্ত হোন…আমি প্রেগন্যান্ট নই। সইফ বলছে, ভারতের জনসংখ্যায় ও ইতিমধ্যেই অনেক কন্ট্রিবিউট করে ফেলেছে। এনজয় ।’

তবে সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফের একবার তাঁর তৃতীয়বার মা হওয়ার গুঞ্জন নিয়ে সরব হয়েছেন বেবো। করিনার কথায়, ‘আর শান্ত হোন, আমরাও তো মানুষ। আপনাদের মতো আপনারাও বিষয়টা স্বাভাবিক ভাবে নিন’। খানিকটা প্রশ্নের সুরে করিনা বলেন, ‘আপনি কী বলতে চান, ও কী প্রেগন্যান্ট? ওর কি আবারও বাচ্চা হবে? আমি কি যন্ত্র নাকি? এই পছন্দটা আমার উপরই ছেড়ে দিন না.. ‘ করিনা আরও বলেন, ‘আমি হলাম সেই ব্যক্তি, যে কোনও কিছুই লুকিয়ে রাখে না। সবসময় স্বচ্ছ থাকার চেষ্টা করি। সকলের উচিত আমাদেরও আমাদের মতো করে বাঁচতে দেওয়া।’

২০১২ সালের ১৬ অক্টোবর পতৌদিদের ছোটে নবাবের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন কাপুর নন্দিনী করিনা। ২০১৬ সালে সইফ-করিনার পরিবারে আসে তাঁদের প্রথম সন্তান তৈমুর আলি খান। ২০২১ সালে সইফিনার পরিবারে আসে তাঁদের দ্বিতীয় সন্তান জাহাঙ্গির আলি খান। প্রসঙ্গে করিনার আগে ১৯৯১ সালে অভিনেত্রী অমৃতা সিংয়ের বিবাহবন্ধনে আবদ্ধ হন সইফ। প্রথমা স্ত্রী অমৃতার সঙ্গেও দুই সন্তান রয়েছে সইফের। ১৯৯৩ সালে জন্ম হয় সইফ-অমৃতার প্রথম সন্তান সারার। ২০০১ সালে জন্ম হয় ইব্রাহিম আলি খানের।

প্রসঙ্গত, করিনা কাপুর খানকে খুব শীঘ্রই ‘লাল সিং চাড্ডা’ ছবিতে দেখা যাবে। আর সইফ আলি খানকে শেষবার দেখা গিয়েছে ‘ভূত পুলিস’ ছবিতে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...