মে ২০, ২০২৪

মধ্য আমেরিকার দেশ এল সালভেদরের প্রেসিডেন্ট হলেন নায়িব বুকেলে। তিনি নিজেই এ ঘোষণা দিয়েছেন। ঘোষণায় তিনি দাবি করেছেন, জাতীয় নির্বাচনের ৮৫ শতাংশ ভোট পেয়েছেন তিনি।

বুকেলে বলেন, আমরা নির্বাচনের ৮৫ শতাংশ ভোট পেয়েছি। জাতীয় পরিষদের ৬০ আসনের মধ্যে ৫৮টি আমরা পাব।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণার আগেই এক টুইটাবার্তায় (বর্তমানে এক্স) তিনি দাবি করেন, বিশ্বের গণতন্ত্রের ইতিহাসে এটিই সবচেয়ে বড় রেকর্ড।

এদিকে আনুষ্ঠানিক ফল প্রকাশের আগেই বুকেলেকে বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী এলিসিয়া বার্সেনা।

এবার প্রেসিডেন্ট হওয়ার মাধ্যমে ইতিহাস গড়তে যাচ্ছেন ৪২ বছর বয়সি বুকেলে। একশো বছরের ইতিহাসে এর আগে দেশটিতে কোনো প্রেসিডেন্ট পুনরায় নির্বাচিত হননি।

বিভিন্ন গ্যাংয়ের সহিংসতায় জর্জরিত দেশটিতে তিনি এসব অপরাধের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। গ্রেফতার করা হয় ৭৫ হাজার অপরাধীকে। এতে এল সালভেদরে কমে যায় খুনের হার। ভয়ংকর এক দেশ ক্রমেই শান্তির দিকে আসতে থাকে। এ কারণে বেশিরভাগ মানুষের কাছে জনপ্রিয় মুখ এই বুকেলে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *