মে ১৯, ২০২৪

নিরপেক্ষ ভেন্যু হলেও ইংল্যান্ডের ওভালে বেশ আগ্রাসী অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে ভারত। অজি পেসারদের সামনে বেশ খাবি খেতে হচ্ছে ভারতীয় ব্যাটারদের। সে কারণে চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল অনেকটা একপেশে হয়ে পড়ছিল। সেখান থেকে যেন ভারতকে টেনে তুলল অস্ট্রেলিয়া! কয়েকটি ক্যাচ হাতছাড়া করে ভারতকে তারা ম্যাচে ফেরার সুযোগ দিয়েছে। তবে এরই মধ্যে উঠেছে গুরুতর এক অভিযোগ। সাবেক পাকিস্তানি এক ব্যাটার দাবি করেছেন, অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা বল টেম্পারিং করেছে।

পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক বিশ্লেষণে এমন দাবি করেছেন। ওই ভিডিওর শুরুতেই অনুষ্ঠানের শুরুতেই বাসিত বলেন, ‘যাঁরা ম্যাচটি টিভিতে দেখেছেন, ধারাভাষ্য দিয়েছেন এবং আম্পায়ারিং করেছেন, তাদের সবার জন্য হাততালি দিচ্ছি। অস্ট্রেলিয়া এত পরিষ্কারভাবে বল বানিয়েছে, কিন্তু কেউই কিছু বলল না।’

অস্ট্রেলিয়ার ‘বল বানানো’র ব্যাখ্যা দিতে গিয়ে বাসিত বলেন, ‘সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ব্যাটসম্যানের বল ছেড়ে দিতে গিয়ে বোল্ড হয়ে যাওয়া। প্রমাণ দিচ্ছি। ৫৪তম ওভারে শামি যখন বোলিং করছিল, তখন বলের শাইন ছিল বাইরের দিকে, বল স্মিথের কাছ থেকে বেরিয়ে যাচ্ছিল। এটাকে রিভার্স সুইং বলে না। রিভার্স সুইং হচ্ছে যখন শাইন ভেতরের দিকে থাকবে এবং বল ভেতরে ঢুকবে।’

বাসিতের বর্ণিত এমন ঘটনা মূলত ঘটেছে প্রথম ইনিংসে ভারতের ব্যাটিংয়ের ১৪তম ওভারে। পেস অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের দ্বিতীয় বল ছাড়তে গিয়ে বোল্ড হয়ে যান পূজারা। বিরাট কোহলি আউট হন ১৯তম ওভারে। মিচেল স্টার্কের আচমকা বাউন্স সামলাতে পারেননি বিরাট। ব্যাটে লেগে সেই বল স্লিপে থাকা ফিল্ডারের তালুবন্দী হয়েছে।

আউট দুটির বর্ণনা বাসিত দিয়েছেন এভাবে, ‌‘১৬, ১৭ এবং ১৮তম ওভার দেখা যাক। কোহলি যে বলে আউট হলো, সেই বলের শাইন দেখুন। মিচেল স্টার্ক বলের চকচকে দিক বাইরের দিকে রেখে ফেলেছিলেন। তবে বল মুভ করল অন্যদিকে। জাদেজা লেগে বল হিট করছিলেন। তবে বল চলে গেছে পয়েন্টের ওপর দিয়ে। আম্পায়াররা কি চোখে আবরণ পরে বসে আছেন? এই সাধারণ বিষয়টা কেন কেউ দেখল না!’

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ৪৬৯ রানে অলআউট করে ব্যাটিংয়ে নামার পর প্রথম ২০ ওভারের মধ্যেই বিপর্যয়ে পড়ে ভারত। স্কোরবোর্ডে ৭১ রান তুলতেই আউট হয়ে যান রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলি। বাসিতের মতে, ১৫তম ওভারের কাছাকাছি সময়ে বল টেম্পারিং করেছে অস্ট্রেলিয়া।

সাবেক এই পাকিস্তানি ক্রিকেটারের দাবি, ‘৪০ ওভারের আগপর্যন্ত ডিউক বল ঠিক থাকে। কিন্তু এই ম্যাচে ১৫-২০ ওভারে কীভাবে রিভার্স সুইং হয়? তাও আবার ডিউক বলে? কোকাবুরা বল হলেও না হয় বোঝা যেত! বলের চকচকে অংশ পূজারার দিকে রেখে ফেলেছিল গ্রিন। বল তো ভিতরের দিকে ঢুকে এল। আমি পুরোপুরি বিস্মিত হয়ে গেলাম। বিসিসিআই এত বড় একটা বোর্ড। ওরা এটা বুঝল না? ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছে, এতেই যেন ওরা খুশি।’

এর আগে বল টেম্পারিংয়ের অভিযোগে নিষিদ্ধ হয়েছিলেন তৎকালীন অজি অধিনায়ক স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *