ডিসেম্বর ২২, ২০২৪

শুক্রবার মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু বনাম চেন্নাই সুপার কিংস।

টি-টোয়েন্টির এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টকে সামনে রেখে আগামীকাল সোমবার থেকে টিকিট বিক্রি শুরু হবে। উদ্বোধনী ম্যাচের টিকিট পেটিএম ইনসাইডারে সকাল ৯টা ৩০ মিনিট থেকে শুরু হবে।

সমর্থকদের জন্য খুশির খবর হলো ই-টিকেট নিয়েই এবার সবাই মাঠে প্রবেশ করতে পারবেন। ফিজিক্যাল টিকিটের দরকার নেই।

চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে ফাফ ডু প্লেসির নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

আইপিএল শুরু হবে ২২ তারিখ। তার আগে ১৯ তারিখ শুরু হবে লোকসভা নির্বাচন। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ বলেছেন, পুরো আইপিএল ভারতেই হবে। বিসিসিআই পুরো সূচি নিয়ে কাজ করেছে। খুব শীঘ্রই তা প্রকাশ্যে জানানো হবে।

উদ্বোধনী ম্যাচের টিকিটির সর্বনিম্ন মূল্য ১৭ টাকা। আর সর্বোচ্চ মূল্য সাড়ে সাত হাজার টাকা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...