মে ১৯, ২০২৪

শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশে জেনারেল ইন্স্যুরেন্সের আর্থিক হিসাবে আন্তর্জাতিক হিসাব মানের (আইএএস) লঙ্ঘনসহ কিছু অনিয়ম পেয়েছে নিরীক্ষক। কোম্পানিটির ২০২২ সালের আর্থিক হিসাব নিরীক্ষায় এ তথ্য বেরিয়ে এসেছে।

কোম্পানিটির স্থায়ী সম্পদ নিয়ে রেজিস্টার পায়নি বলে জানিয়েছেন নিরীক্ষক। এই কোম্পানি কর্তৃপক্ষ আন্তর্জাতিক হিসাব মান লঙ্ঘন করে গ্রাচ্যুইটি ফান্ড নিয়ে অ্যাকচুয়ারিয়াল মূল্যায়ন করেনি। যে কোম্পানিটিতে আইডিআরএর নির্দেশনাকে অমান্য করে সীমার অতিরিক্ত ম্যানেজমেন্ট ব্যয় করেছে।

নিরীক্ষক জানিয়েছেন, বীমা কোম্পানিটিতে প্রভিডেন্ট ফান্ড গঠন করা হয়। কিন্তু ২০১৮ সাল থেকে ওই ফান্ড নিরীক্ষা করা হয় না। তারা শ্রম আইন অনুযায়ি ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড (ডব্লিউপিপিএফ) গঠন করে না।

উল্লেখ্য, ১৯৮৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের পরিশোধিত মূলধনের পরিমাণ ৫৪ কোটি ৩ লাখ টাকা। এরমধ্যে ৬২.১৩ শতাংশ মালিকানা রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ছাড়া) বিনিয়োগকারীদের হাতে। শনিবার (১৭ জুন) কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৫২.৩০ টাকায়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *