জুন ১, ২০২৪

বর্তমানে ঢালিউড চলচ্চিত্রের বাজার বেশ ভালো যাচ্ছে। গেল ঈদের পর থেকেই প্রেক্ষাগৃহে দর্শক বেড়েছে। সে জায়গা থেকে প্রযোজক ও নির্মাতারা আরও বেশি সিনেমা তৈরিতে উৎসাহ পাচ্ছে। এবার নতুন একটি সিনেমায় দেখা যাবে অনন্ত জলিল, সিয়াম, নিরবসহ ১০ নায়ককে। ভারতীয় নির্মাতা রাজীব কুমার বিশ্বাসের পরিচালনায় ‘অপারেশন জ্যাকপট’ শিরোনামের সিনেমায় এমন দৃশ্যই দেখতে পাবে দেশের সিনেমাপ্রেমী দর্শকেরা।

‘অপারেশন জ্যাকপট’ সিনেমার চিত্রনাট্যসহ অভিনয়শিল্পীও নির্বাচন চূড়ান্ত করেছেন পরিচালক নিজেই। সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবেন অনন্ত জলিল। এ ছাড়াও রয়েছেন— রিয়াজ আহমেদ, বাপ্পী চৌধুরী, সাইমন সাদিক, নিরব হোসেন, মামনুন হাসান ইমন, আব্দুন নূর সজল, জিয়াউল রোশান ও জয় চৌধুরী প্রমুখ। তবে রিয়াজ, রোশান ও নিরবের সঙ্গে এখনো চূড়ান্ত চুক্তি না হলেও অন্য সাত অভিনেতা এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

আগামী ২০ নভেম্বর থেকে এফডিসিতে সেট নির্মাণ করবেন কলকাতার অতনু এবং বাংলাদেশের ফারুক। আগামী ১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সিনেমার মহরত। সেদিন উপস্থিত থাকবেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এই ১০ নায়ক।

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজীব বলেন, ‘‘অনেক বড় সিনেমা এটি, চাপ আছে খুব। তাছাড়া এতজন নায়ক নিয়ে ইউনিট সামলানো চাট্টিখানি কথা নয়। তার ওপর ঢাকা, গাজীপুর, মোংলা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে শুটিং। গত দুই মাস ঢাকা-কলকাতা আসা-যাওয়ার মধ্যে ছিলাম। লোকেশন রেডি থেকে শুরু করে সবকিছু নিজের হাতেই করেছি। আশা করছি, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের দারুণ একটি সিনেমা নির্মাণ করতে পারব।’’

এর আগে ‘অপারেশন জ্যাকপট’ নিয়ে চলচ্চিত্র নির্মাণে প্রথম উদ্যোগ নিয়েছিল নৌপরিবহন মন্ত্রণালয়। প্রায় আড়াই বছর ধরে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম চিত্রনাট্য তৈরি করেন। পুরো প্রকল্পে ব্যয় ধরা হয়েছিল ২৩ কোটি ২৩ লাখ ৩৫ হাজার টাকা।

গত বছর সিনেমাটির নির্মাণের দায়িত্ব পড়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ওপর। দরপত্র আহ্বান করে তারা। তখন সিনেমাটি নির্মাণের কাজ পায় কিবরিয়া ফিল্মস। তবে গিয়াসউদ্দিন সেলিমের ‘আশীর্বাদ চলচ্চিত্র’ দরপত্র থেকে ছিটকে পড়ায় তখন বেশ আলোচনা-সমালোচনা হয়েছিল।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *