ডিসেম্বর ২২, ২০২৪

শুটিং সেটেই কেটে যায় দিনের বেশিরভাগ সময়। তা সত্ত্বেও শরীরচর্চা করতে ভোলেন না অক্ষয় কুমার। খুব ভোরে কলটাইম থাকলে রাতে বাড়ি ফিরে শরীরচর্চা করেন। আবার বেলার দিকে কল থাকলে সকালে উঠে প্রথমেই শরীরচর্চা সেরে নেন তিনি। শুটিংয়ের জন্য বিদেশে গেলেও এই নিয়মের ব্যত্যয় ঘটে না।

৫৬ বছর বয়সে পর্দায় যেভাবে হাজির হন অক্ষয়, তা যে কোনো মানুষের জন্য সত্যিই অনুপ্রেরণার বিষয়। নিজে বরাবরই নিয়ন্ত্রিত জীবনযাপন করেন।

সন্ধ্যা ৭টার মধ্যে নৈশভোজ সারেন। তার পর রাত ৯টার মধ্যে ঘুম। ভোর ৪টায় উঠে শরীরচর্চা দিয়েই দিন শুরু হয় তার। কিন্তু অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাকবিবাহ অনুষ্ঠানে গিয়ে দীর্ঘদিনের এই অভ্যাসেই যেন ছেদ পড়ল।

অন্যান্য অতিথির সঙ্গে সেই অনুষ্ঠানে ছিলেন অক্ষয় কুমারও। অনন্তের প্রাকবিবাহ অনুষ্ঠানে মঞ্চ মাতান তিনি। ঘড়ির কাঁটায় রাত ৩টা বাজে তখন। সেই সময় মঞ্চে উঠেন অক্ষয়। ‘গুর নাল ইশক’ গানটির সঙ্গে নাচতে দেখা যায় অক্ষয়কে। সাধারণত নিয়মের অন্যথা করেন না অক্ষয়। তবে এ ক্ষেত্রে ব্যতিক্রম ঘটালেন তিনি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...