ডিসেম্বর ২৩, ২০২৪

৩০০ বলে ২৫৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ২৩ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ ক্রিকেট দল। স্কোর বোর্ডে কোনো রান যোগ করার আগেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

কোনো রান খরচ না করেই বাংলাদেশ দলের দুই ওপেনার লিটন কুমার দাস ও সৌম্য সরকারকে সাজঘরে ফেরান দিলশান মাদুশঙ্কা।

ইনিংসের প্রথম বলেই বোল্ড লিটন কুমার দাস। তৃতীয় ওভারে ফের বোলিংয়ে এসে আরেক ওপেনার সৌম্য সরকারকে আউট করেন মাদুশঙ্কা।

দিলশান মাদুশঙ্কার বলে স্ট্যাম্প ভেঙে চুরমার হয়ে যায় লিটনের। গোল্ডেন ডাক মারেন তিনি।

ইনিংসের দ্বিতীয় ওভারে প্রমোদ মাদুশান পরপর দুই বলে ওয়াইডসহ ১০ রান দেন। ওই ওভারে তিনি খরচ করেন ১৪ রান।

 

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...