জানুয়ারি ২২, ২০২৫

ভারতে বসবাস করা কানাডিয়ান নৃত্যশিল্পী এবং অভিনেত্রী নোরা ফাতেহি। তিনি হিন্দি, তেলেগু এবং মালায়লাম চলচ্চিত্রে অভিনয় করেছেন।

ক্যারিয়ারের লম্বা সময়ে একাধিক মানুষের সঙ্গে প্রেম করলেও সিরিয়াস কোনো সম্পর্কে দেখা যায়নি নোরা ফাতেহিকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নোরা ফাতেহি তার জীবন সঙ্গী কেমন হবে তার একটি ধারণা দেন। অভিনেত্রী বলেন, ‘আমি এমন একজন মানুষকে খুঁজছি যে ঈশ্বরকে ভয় করে এবং যার লালন-পালন খুব ভালো হয়েছে। এর পরে অর্থ এবং আর্থিক স্থিতিশীলতা আসে।’

তিনি আরও বলেন, ‘আমার এমন একজন দরকার যে ভেতর থেকে সত্যিই ভালো, কারণ বর্তমানে চারপাশে খারাপ লোকের সংখ্যাই বেশি, যারা সুবিধাবাদি এবং আপনাকে ব্যবহার করে। মিথ্যাবাদীও আছে। কিছু লোক বছরের পর বছর আপনার সঙ্গে থাকবে এবং কিন্তু আপনাকে চাইবে না।তারা আপনার টাকা, আপনার জনপ্রিয়তা বা আপনার নেটওয়ার্ক চাইবে। চারপাশে সত্যিই অদ্ভুত মানুষ আছে। ভালো মনের কাউকে পেলে আমি খুশি হব।’

এই প্রশ্নের জবাবে নোরা ফাতেহি বলেন, ‘এত কিছুর পরে আসলে সুন্দর চেহারা আসে। আমি বলতে চাইছি, আমার ভালো জেনেটিক্স দরকার, কারণ আমি সুন্দর বাচ্চা পেতে চাই।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...