জানুয়ারি ১৫, ২০২৫

বিজ ডেস্ক

শুক্রবার শপথ গ্রহণ করবেন ঋষি সুনক। তার আগে বৃহস্পতিবার ব্রিটেনের সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রীকে প্রথম বার ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত এবং ব্রিটেন— দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির প্রয়োজনীয়তা নিয়ে কথা হয়েছে বলে টুইটারে জানিয়েছেন মোদী।

টুইটারে মোদী লিখলেন, ‘‘বৃহস্পতিবার ঋষি সুনকের সঙ্গে কথা বলে ভাল লাগল। ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার জন্য অভিনন্দন জানালাম। আমাদের কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার জন্য আমরা এক সঙ্গে কাজ করব। বিস্তীর্ণ এবং সুষম মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়টির যাতে দ্রুত নিষ্পত্তি হয়, সেই বিষয়ে আমরা এক মত।’’

প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানিয়ে পাল্টা টুইট করেছেন ভারতীয় বংশোদ্ভুত ঋষি সুনকও। টুইটারে লিখেছেন, ‘‘আমি নতুন দায়িত্ব নিয়েছে। এই পরিস্থিতিতে আপনার বিনীত মন্তব্যের জন্য ধন্যবাদ। ব্রিটেন এবং ভারত অনেক কিছুই ভাগাভাগি করে নেয়। আগামী দিনে আমাদের নিরাপত্তা, প্রতিরক্ষা, অর্থনৈতিক অংশীদারিত্ব আরও মজবুত হবে। তার ফলে লাভবান হবে আমাদের দুই দেশের গণতন্ত্র। এই বিষয়টি নিয়ে আমি যথেষ্ট উত্তেজিত।’’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...