ডিসেম্বর ২৩, ২০২৪

সিলেট নগরীর বন্দর বাজারে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নেভাতে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ।

কোতোয়ালি মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের চতুর্থ তলার একটি কক্ষে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। এ সময় পার্শ্ববর্তী ভবন ও সামনের সড়কে থাকা মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তাৎক্ষণিক খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত সাড়ে ৮টা) আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ঠিক কী কারণে আগুন লেগেছে তা কেউ নিশ্চিত করতে পারেননি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...