নভেম্বর ১৫, ২০২৪

বাকি বিশ্ব যখন একাধিক সংকট নিয়ে ব্যস্ত, মধ্যপ্রাচ্যে তখন বিভিন্ন শক্তির মধ্যে আপোশের মাধ্যমে ঐক্যের নতুন উদ্যোগ স্পষ্ট হয়ে উঠছে৷ প্রথমে চীনের মধ্যস্থতায় সৌদি আরব ও ইরানের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ দেখা গেল৷ সুন্নি ও শিয়া শক্তিকেন্দ্রের মধ্যে সেই সমঝোতার জের ধরে ইয়েমেন সংকট সমাধানের আশা বাড়ছে৷ এবার ইরানের সহযোগী সিরিয়ার বাশার আল আসাদকেও আরব জগতে আবার স্বাগত জানানোর সিদ্ধান্ত নিলো আরব লিগ৷

প্রায় এক দশকের সাসপেনশন তুলে নিয়ে সিরিয়াকে আবার পূর্ণ মর্যাদার সদস্য হিসেবে গ্রহণ করলো ২২ সদস্যের এই রাষ্ট্রজোট৷ ২০১১ সালের নভেম্বর মাসে সে দেশের বিরুদ্ধে এমন শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছিল৷

এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জের ধরে সিরিয়ার গৃহযুদ্ধ অবসানেরও উদ্যোগ নিতে চায় আরব লিগ৷ সেইসঙ্গে যুদ্ধের কারণে প্রতিবেশী দেশে সিরিয়ার শরণার্থীদের ঢল ও গোটা অঞ্চল জুড়ে মাদক চোরাচালানের সমস্যাও বন্ধ করতে চায় এই রাষ্ট্রজোট৷ তবে এমন সিদ্ধান্ত সত্ত্বেও বিষয়টি নিয়ে আরব লিগের মধ্যে অস্বস্তি পুরোপুরি দূর হয়নি৷ সংযুক্ত আরব আমিরাতের মতো দেশ সিরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উপর জোর দিলেও কাতারের মতো দেশ নিঃশর্তে এমন পদক্ষেপের পক্ষে ছিল না৷ তবে কাতার আশা করছে, যে আঞ্চলিক ঐকমত্যের মাধ্যমে এমন সিদ্ধান্তের পর বাশার আল আসাদ সরকার সে দেশের সংকটের শিকড় নির্মূলের প্রেরণা পাবে৷ মূলত জর্ডানের উদ্যোগে এই বোঝাপড়া সম্ভব হলেও সে দেশও সিরিয়ার সরকারের উদ্দেশ্যে রাজনৈতিক সমাধানসূত্র, শরণার্থী ও মাদক সংকটের মতো আনুষাঙ্গিক সমস্যা মেটানোর ক্ষেত্রে আন্তরিক পদক্ষেপের ডাক দিয়েছে৷

মার্কিন প্রশাসনও আরব লিগের এই সিদ্ধান্তের সমালোচনা করেছে৷ মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, সিরিয়ায় নিরাপত্তা ও স্থিতিশীলতা ফেরাতে আরব সহযোগীদের লক্ষ্য সম্পর্কে আমেরিকা একমত হলেও সে বিষয়ে বাশার আল আসাদের আন্তরিকতা নিয়ে ওয়াশিংটনের সংশয় দূর হচ্ছে না৷ ফলে এই মুহূর্তে আরব লিগে সিরিয়াকে ফেরানোর সিদ্ধান্তের পক্ষে কোনো যুক্তি থাকতে পারে না৷ সিরিয়ার বিরোধী জোটও আরব লিগের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে৷

আরব লিগের মহাসচিব আহমেদ আবুল গাইত কায়রোয় বলেন, সিরিয়াকে সদস্য হিসেবে পুনর্বহাল করার সিদ্ধান্ত নেওয়ার অর্থ সে দেশের সঙ্গে আরব দেশগুলির সম্পর্ক স্বাভাবিক করা নয়৷ প্রত্যেক দেশকে সে বিষয়ে নিজস্ব সিদ্ধান্ত নিতে হবে৷ জর্ডান, সৌদি আরব, ইরাক, লেবানন, মিশর ও আরব লিগ মন্ত্রী পর্যায়ের এক গোষ্ঠী গঠন করে সিরিয়া সংকট সমাধানের উদ্যোগ নেবে বলে আরব লিগ জানিয়েছে৷ সিরিয়ায় ত্রাণ সাহায্য পৌঁছানোর ক্ষেত্রেও এই রাষ্ট্রজোট সহায়তা করবে৷

সিরিয়া আরব দেশগুলির উদ্দেশ্যে ‘পারস্পরিক শ্রদ্ধা’ দেখানোর আহ্বান জানিয়েছে৷ আসাদ প্রশাসনের মদতদাতা হিসেবে পরিচিত রাশিয়া আরব লিগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে৷ আগামী ১৯ মে রিয়াদে আরব লিগ শীর্ষ সম্মেলনে বাশার আল আসাদ উপস্থিত থাকবেন কিনা, তা এখনো স্পষ্ট নয়৷ সূত্র: ডিডাব্লিউ, রয়টার্স, এএফপি

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...