জানুয়ারি ১১, ২০২৫

বিদায়ী সপ্তাহে (১৮-২১ মার্চ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ৯৮৫ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার ২৮.৫৭ শতাংশ লেনদেন হয়েছে মাত্র ১০ কোম্পানির শেয়ারে।

ডিএসই’র সাপ্তাহিক বাজার পর্যালোচনায় জানা গেছে, গেল সপ্তাহে মোট ৩৯৮টি কোম্পানির সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এরমধ্যে মোট লেনদেনের ২৮.৫৭ শতাংশ হয়েছে ১০ কোম্পানির শেয়ারে।

দশ কোম্পানির মধ্যে সপ্তাহটিতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে গোল্ডেন সনের শেয়ার। কোম্পানিটির শেয়ার প্রতিদিন গড়ে ১৮ কোটি ২২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা সাপ্তাহিক মোট লেনদেনের ৩.৬৭ শতাংশ।

ডিএসইতে গত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ফু-ওয়াং সিরামিকের ৩.৫৫ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ৩.২৭ শতাংশ, বেস্ট হোল্ডিংসের ৩.২৬ শতাংশ, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসে ৩.২০ শতাংশ, লাফার্জ হোলসিমের ২.৯৫ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ২.৩৯ শতাংশ, গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রোর ২.১৭ শতাংশ, লাভেলোর ২.০৭ শতাংশ ও এসএস স্টিলের ২.০৪ শতাংশ লেনদেন হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...