জানুয়ারি ২২, ২০২৫

চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে মুনাফা বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লুব-রেফ বাংলাদেশ লিমিটেডের। প্রতিষ্ঠানটির ২০২২-২৩ অর্থবছরের অর্থাৎ জানুয়ারি থেকে ৩১ মার্চ সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, ২০২২-২৩ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৬ পয়সা। যা এর আগের বছরের একই সময়ে ছিল ৪১ পয়সা। অর্থাৎ আগের বছরের চেয়ে ৫ পয়সা ইপিএস বেড়েছে।

তৃতীয় প্রান্তিকে মুনাফা বাড়লেও চলতি বছরের তিন প্রান্তিক মিলে (জুলাই’২২-মার্চ’২৩) কোম্পানিটির মুনাফা কমেছে। গত ৯ মাসে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৪২ পয়সা। যা আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৪৬ পয়সা।

অর্থাৎ ৪ পয়সা করে শেয়ার প্রতি আয় বা মুনাফা কমেছে।

তাতে ৩১ মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৮ টাকা ৩৭ পয়সা। যা ২০২২ সালে ছিল ৩৪ টাকা ৩৪ পয়সা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...