এপ্রিল ২০, ২০২৪

বাংলাদেশের রিজার্ভ চুরির পর আমরা তখন মামলা করেছিলাম। সেই মামলায় আমরা এখন জয়ের পথে রয়েছি বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফজলে কবির।

শনিবার (২৭ মে) ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত আবুল মাল আব্দুল মুহিতের স্বরণ সভায় তিনি এসব কথা বলেন।

ফজলে কবির বলেন, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে অনেক স্মৃতি রয়েছে। ইংরেজি সাহিত্যে তার পাণ্ডিত্য ছিলো। তিনি একজন বড় অর্থনীতিবিদ ছিলেন। একইসঙ্গে তিনি লেখক, সিভিল সার্ভেন্ট ও রাজনীতিবিদ ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এ. কে আব্দুল মোমেন বলেন, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের পরিকল্পনা বাস্তবায়নে বিশেষ অবদান রেখেছেন বর্তমান প্রধানমন্ত্রী। তিনি সবক্ষেত্রে সহযোগিতা করেছেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *