নভেম্বর ১৬, ২০২৪

ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে চোটের কারণে ছিটকে গেলেন ম্যানচেস্টার ইউনাইটেডের অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো। তার পরিবর্তে পোর্তোর উইঙ্গার পেপেকে দলে ডেকেছেন ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র।

কাসেমিরোর আগে চোটের কারণে বাদ পড়েন দুই গোলরক্ষক আলিসন এবং এদেরসন। এছাড়া আর্সেনাল স্ট্রাইকার গ্যাব্রিয়েল মার্তিনেল্লি এবং পিএসজি ডিফেন্ডার মার্কিনিওসও চোটের কারণে দল থেকে ছিটকে যান।

কাসেমিরোর ছিটকে যাওয়ার পর কোচ দরিভাল সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা ডাক্তার রদ্রিগো লাসমারের রিপোর্ট পেয়েছি। ব্রাজিল জাতীয় দলের টেকনিক্যাল কমিটি ৫০ জনের যে প্রাথমিক তালিকা তৈরি করেছিল, সেখান থেকে ১৩ জনই চোটের কারণে ছিটকে গেছে। দুর্ভাগ্যজনকভাবে আমরা কাসেমিরোকেও হারালাম। যে কারণে পোর্তো থেকে পেপেকে দলে ডেকেছি।’

২৩ মার্চ রাতে ইংল্যান্ডের রাজধানী ওয়েম্বলিতে স্বাগতিকদের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এরপর ২৬ মার্চ মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয় প্রীতি ম্যাচে খেলবে স্পেনের বিপক্ষে।

 

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...