নভেম্বর ২২, ২০২৪

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি ও ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পের চেয়েও বেশি মূল্য পাচ্ছেন আর্লিং হালান্ড।

নতুন মৌসুমে ইউরোপিয়ান ফুটবলের শীতকালীন ট্রান্সফার মার্কেটের মূল্য অনুযায়ী নরওয়ের ২৩ বছর বয়সি এই তারকা বেশি পারিশ্রমিক পাচ্ছেন।

ম্যানচেস্টার সিটির হয়ে গত মৌসুমে ৫২ গোল করেছেন আর্লিং হালান্ড। বর্তমানে সিটির কাছ থেকে এস্টিমেটেড ট্রান্সফার ভ্যালু (ইটিভি) বাবদ ১৪৪.২ মিলিয়ন ইউরো আয় করার মাধ্যমে নিজেকে বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়ে পরিণত করেছেন এই তরুণ।

পিএসজি ও ফ্রান্সের সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে দীর্ঘদিন ধরে বিশ্বের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় ছিলেন; কিন্তু হালান্ডের গোলের অভাবনীয় রেকর্ড, যে কারণে সিটি গত আসরে ট্রেবল জয়ের কৃতিত্ব দেখায়, তার ওপর ভর করে হালান্ডের মূল্য বেড়ে যায়।

বিশ্বের শীর্ষ ১০ জন দামি খেলোয়াড় হলেন-
আর্লিং হালান্ড, ম্যানচেস্টার সিটি ৪৪.২ মিলিয়ন ইউরো
কিলিয়ান এমবাপ্পে পিএসজি ১৩৬ মিলিয়ন ইউরো
জুড বেলিংহাম রিয়াল মাদ্রিদ ১৩২.৫ মিলিয়ন ইউরো
হ্যারি কেন বায়ার্ন মিউনিখ ১০৬.৫ মিলিয়ন ইউরো
বুকায়ো সাকা আর্সেনাল ১০৩.৫ মিলিয়ন ইউরো
ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদ ১০১.৫ মিলিয়ন ইউরো
জামাল মুসিয়ালা বায়ার্ন মিউনিখ ৯৩.৭ মিলিয়ন ইউরো
ডিক্লান রাইস আর্সেনাল ৮৯.২ মিলিয়ন ইউরো
গাভি বার্সেলোনা ৮৫.৯ মিলিয়ন ইউরো
মোয়েসিস কেইসেডো চেলসি ৮৫.৮ মিলিয়ন ইউরো

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...