চলতি অর্থবছরের প্রথম নয় মাসে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভুট্টা আমদানি গত বছরের একই সময়ের তুলনায় ছয় হাজার টনেরও বেশি কমেছে। ব্যবসায়ী ও আমদানিকারকরা বলছেন, ভারতে সরবরাহ কমে যাওয়ায় চাহিদা অনুযায়ী পণ্যটি আমদানি করতে পারছেন না আমদানিকারকরা।
এ বিষয়ে ভোমরা শুল্কস্টেশনের রাজস্ব বিভাগ থেকে জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরের জুলাই-মার্চ পর্যন্ত এ বন্দর দিয়ে ভুট্টা আমদানি হয়েছে ৩৬ হাজার ২৬৭ টন। যার আমদানি মূল্য ১২৭ কোটি ১০ লাখ টাকা। অন্যদিকে ২০২১-২২ অর্থবছরে এ বন্দর দিয়ে শস্যটি আমদানি হয়েছে ৪২ হাজার ৪৪৫ টন। যার আমদানি মূল্য ১১৯ কোটি ৭৭ লাখ টাকা। সে হিসাবে শস্যটির আমদানি কমেছে ৬ হাজার ১৭৮ টন।
ভোমরা শুল্ক স্টেশনের দায়িত্বরত কাস্টমসের ডেপুটি সহকারী কমিশনার নেয়ামুল হাসান বলেন, গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছর ভুট্টা আমদানি কিছুটা কমেছে।
এদিকে সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্যানুযায়ী, চলতি মৌসুমে জেলার ২৪৮ হেক্টর জমিতে ভুট্টা আবাদ করা হয়েছে। গত মৌসুমে আবাদ করা হয়েছিল ২২৭ হেক্টর জমিতে। ওই মৌসুমে উৎপাদনের পরিমাণ ছিল ২ হাজার ৩৯৪ টন।