ডিসেম্বর ৯, ২০২৪

বিপিএলের নবম আসর (২০২৩) শুরু হতে আর মাস খানেকের বেশি সময় বাকি। এরই মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলো দল গোছাতে শুরু করে দিয়েছে। যার প্রেক্ষিতে বিপিএলের কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলে ভেড়াতে শুরু করেছে তারকা ক্রিকেটারদের। ড্রাফটের আগে দেশীয় একজন ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে ভেড়ানোর সুযোগ থাকছে সব দলের জন্যই। এবার সেই সুযোগ কাজে লাগিয়ে তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে দলে যুক্ত করলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

গতকাল বুধবার নিজেদের ভেরিফাইড ফেসবুক পোস্টের মাধ্যমে মুস্তাফিজকে দলে ভেড়ানোর কথা জানায় কুমিল্লা ফ্র্যাঞ্চাইজিটি। পোস্টে কুমিল্লা জানায়, ‘শিরোপা জয়ের অন্যতম নায়ক মু্স্তাফিজুর রহমানকে বিপিএল এর নবম আসরের রিটেনশন করল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কাটার মাস্টারের জন্য উইন অর উইন শ্লোগান শুনতে চাই। ফিজকে ধরে রেখেছে ভিক্টোরিয়ান্স! মিঃ কাটার মাস্টারের জন্য ব্যাক টু ব্যাক সিজন।’

এর আগে কুমিল্লা ভিক্টোরিয়ান্স তাদের দলে যুক্ত করেছিল পাকিস্তানি দুই তারকা ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান এবং শাহীন আফ্রিদিকে। পরবর্তীতে গতকাল ড্রাফটের আগে দেশী ক্রিকেটার হিসেবে মুস্তাফিজুর রহমানকে যোগ করেছে তারা। আগামী ২৩ নভেম্বর রাজধানীর অভিজাত এক হোটেলে অনুষ্ঠিত হবে এবারের বিপিএলের প্লেয়ার্স ড্রাফট।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...